বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধ মাটির ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের ওপর হামলার ঘটনার চারদিন পার হলেও কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে হতাশ আহত সাংবাদিকের পরিবার ও স্বজনরা।
গত শুক্রবার সন্ধ্যা পৌনে আটটার দিকে জেলার বিজয়নগর উপজলার মির্জাপুর এলাকায় উপজেলা পরিষদের সামনে মাইনুদ্দিনের ওপর হামলা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়া ও উপজেলা যুবদলের সদস্য সচিব থেকে বহিস্কৃত মুখলেছুর রহমান লিটন মুন্সির নেতৃত্বে এই হামলা হয়। হামলার ঘটনায় মুখলেছুর ও কাইয়ুমসহ ১৩ জনকে আসামি করে শনিবার রাতে বিজয়নগর থানায় মামলা করেন আহত সাংবাদিক মাইনুদ্দিন। হামলার ঘটনায় জড়িতের কাউকেই এখনাে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ জেলার আটটি সামাজিক সংগঠন গতকাল হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন।
মাইনুদ্দিনের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী। তাদের পক্ষে যে কােনা কাজ করা সম্ভব। তারা যে কােনা সময় যে কােনাে ক্ষতি করতে পারে। বিশেষ করে লিটন মুন্সি ও কাইয়ুম মিয়া। কারণ যুবদল নেতা হয়েও লিটন মুন্সি আওয়ামী লীগের সময়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লিটন ও কাইয়ুম আমাদের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত মামলা করতে চেষ্টা করছেন। মিথ্যা ঘটনা সাজিয়ে মাইনুদ্দিনকে ফাঁসিয়ে দিবেন বলে পরিবারর সদস্যরা শঙ্কা প্রকাশ করেছেন।
পরিবারের সদস্যরা আরও বলেন, আসামিরা এলাকাতেই আছেন। পুলিশ একটু সিরিয়াস হলেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব। তা না হলে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবো।
আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে অনুরােধ জানান তারা।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।