জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় ভাঙ্গন কবলিত মানুষের মাঝে নগদ টাকাসহসহ বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার আনুলিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।
উত্তরণ এর আয়োজনে স্টাটনেট ওয়ার্ক এর সহযোগিতায় Emergency Relife Assistance for Embankment Breach-Affected Communities in Anulia Union, Assasuni প্রকল্পের আওতায় সহায়তা বিতরণ কালে বেড়িবাঁধ ভাঙ্গনের এলাকায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে হাইজিন ও ডিগনিটিকিটস এবং নগদ এ্যাপস এর মাধ্যমে ৬০০০ টাকা করে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল কুদ্দুস। এসময় পিএসসি কমিটির সভাপতি মোঃ মাহমুদ গাজী, উত্তরণ এর প্রোগ্রাম ম্যানেজার মো: রেজওয়ান উল্লাহ, প্রকল্প সমন্বয়কারী পার্থ কুমার দে, ডেভেলপমেন্ট কমিউনিকেশন অফিসার এন্ড সেফগার্ডিং ফোকাল মাহমুদা ইয়াসমিন কনা প্রমুখ উপস্থিত ছিলেন।