শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার সিন্দুর খান ইউনিয়নের লাংলিয়াছড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ।
অভিযানে দেখা যায়, লাংলিয়াছড়া বালুমহালের তফসিল বহির্ভূত এলাকা (মৌজা ৪/২৫ইং) থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন স্থানীয় বালু ব্যবসায়ী হাজী মো. মখন মিয়া। এ অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে মো. আলম মিয়া আরেক ব্যক্ত কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ বলেন, ‘‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুইটি মামলায় মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’’
তিনি আরও জানান, ‘‘অভিযানে ইজারাদারের কাছ থেকে মুচলেকা গ্রহণ করে অবৈধভাবে উত্তোলিত বালুও জব্দ করা হয়েছে।’’