তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রে আসা অভিভাবকদের জন্য বসার জায়গা, খাবার পানি ও জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ইসলামিক বই ব্যবস্থা করেছে কুমিল্লার তিতাস উপজেলা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে গরমের কষ্ট লাঘবে রোদ থেকে বাঁচাতে ছাউনির ব্যবস্থাও রাখা হয়েছে। উপজেলারর ৪টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে এই বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। বাকিগুলোতেও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম জানান, ‘পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর অভিভাবকেরা কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করেন। তাঁদের সুবিধার্থে আমরা বসার, খাবার পানি ও বিভিন্ন ইসলামিক বই ব্যবস্থা করেছি। রোদে কষ্ট না হয়, সে জন্য ছাউনির ব্যবস্থাও রেখেছি।’
তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তিতাস উপজেলার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেন অভিভাবকদের জন্য অপেক্ষার সময়টা কিছুটা হলেও স্বস্তিকর হয়।
এসময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, হোমনা-তিতাস উপজেলার সাবেক ছাত্রশিবিরের সভাপতি মাওলানা আব্দুল বারি ও উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রাসেল মাহমুদ প্রমুখ।
ছাত্রশিবিরের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও স্থানীয়রা। তাদের এ ধরনের সহমর্মিতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে বলে জানান তারা।