ঢাকা
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৭:২০
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৫

মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে বাগাতিপাড়ায় ঝাড়ু মিছিল

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিথ্যা মামলা, চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ কর্মসূচি পালন করা হয়। স্থানীয় সাংবাদিক নিশাতুর রহমানের বিরুদ্ধে এ কর্মসূচিতে অংশ নেয় শতাধিক গ্রামবাসী।

বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয় দৈনিক খোলা কাগজ-এ নিয়োগ পাওয়া নিশাতুর রহমান পত্রিকার পরিচয় ব্যবহার করে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। নিজস্ব জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে তিনি কিশোর গ্যাংয়ের সদস্য বানিয়ে সংবাদ প্রকাশ করেছেন এবং মিথ্যা মামলা দায়ের করেছেন।

এ ছাড়া, সাংবাদিকতার প্রভাব খাটিয়ে সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত তার মামা সামাদের মাধ্যমে এলাকার সাধারণ মানুষকে সুদের ফাঁদে ফেলে নিঃস্ব করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

এ সময় মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন ভিতরভাগ গ্রামের মিকরাইল, নজরুল ইসলাম, দুলাল, আনোয়ার, কাজিম, মিলন, উৎস, মান্নাফসহ আরও অনেকে। তারা অবিলম্বে প্রশাসনের কাছে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে নিশাতুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধ চলায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram