ঢাকা
৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ২:৫৮
logo
প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৫

বরিশালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ২৪৪ জন পেলেন হেলথ কার্ড

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ২৪৪ জনের হাতে হেলথ কার্ড তুলে দেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসনের সভা কক্ষে আহতদের কাছে এ কার্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিব) লুসিকান্ত হাজং, ডেপুটি সিভিল সার্জন বরিশাল ডা. সব্যসাচী দাসসহ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত ছাত্র জনতা।

জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ এবং আহত শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা হেলথ কার্ডের সুবিধা পাবেন। এ হেলথ কার্ডের মাধ্যমে তারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

তিনি জানান, বরিশাল জেলার ১০টি উপজেলায় ২৪৪টি হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৬৯টি, আগৈলঝাড়া উপজেলায় ১১টি, বানারীপাড়া উপজেলায় ৯টি, বাকেরগঞ্জ উপজেলায় ১৯টি, হিজলা উপজেলায় ২০টি, উজিরপুর উপজেলায় ২৩টি, গৌরনদী উপজেলায় ২৮টি, বাবুগঞ্জ উপজেলায় ১৬টি, মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩১টি, মুলাদী উপজেলায় ১৮টি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram