কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেছেন, এ দেশে ফ্যাসিস্টদের কোনো স্থান নেই, অতীতকে ভুলে গিয়ে কীভাবে আগামীর দিনগুলোতে দেশ ও জাতিকে সামনে এগিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে এবং আগামী দিনগুলো মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদকের বিষয়ে কোনো আপস নয়।
তিনি আজ রোববার (২০ এপ্রিল) বিকাল ৩টার দিকে দিনাজপুরের কাহারোল থানার আয়োজনে থানা চত্বরে ওপেন হাউস-ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কাহারোল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এই ওপেন হাউস-ডে উপলক্ষে সুধীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ও সাবেক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, জেলা বিএনপির সাবেক বৃক্ষ রোপণ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা জামায়াতের আমীর মোঃ তরিকুল ইসলাম, সেক্রেটারী এসএম আব্দুর রাজ্জাক, দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, সুন্দরপুর ইউপি বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান মতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী লিমা আক্তার হিমু, নকিব আহমেদ, নুরসাত জাহান, ডাবোর ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মোঃ মামুনুর রশিদ, দলিল লেখক মোঃ শাহজাহান আলী, জামায়াত সদস্য শহিদুজ্জামান শাকিব, উপজেলা বিএনপির সদস্য আজমল হোসেন (জিএম সরকার) জাতীয় নাগরিক কমিটির কাবির আনাম, যুব অধিকার পরিষদের মোঃ মহিদুল ইসলাম, ধীরেন্দ্র নাথ অধিকারীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।