আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ০৬.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে পুলিশ কর্তৃক জামালপুর রেলওয়ে থানাধীন মেলান্দহ বাজার স্টেশন এলাকা থেকে পেশাদার টিকেট কালোবাজারি মোঃ বিপ্লব (৪৫) ও মোঃ তোতা মিয়া (৬০) কে আটক করা হয়েছে।
এসময় ইসলামপুর/মেলান্দহ-টু-ঢাকা রুটের ভিন্ন ভিন্ন তারিখের আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ৪০টি আসন ও আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ১৮টি আসনের সর্বমোট ৫৮টি আসনের টিকিট, ১টি স্মার্ট মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ও টিকিট বিক্রয়ের ৬০০/- নগদ টাকা উদ্ধার করা হয়। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ২৫০ টাকার টিকেট ৪৫০/৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করত মর্মে স্বীকার করেছে।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা নিজের ও পরিচিত লোকজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে Google Chrome Browser হতে ৩টি আইডি ব্যবহার করে নিয়মিত ইসলামপুর/মেলান্দহ/জামালপুর টু ঢাকাসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন হতে সংগ্রহ করে থাকেন। এছাড়াও আসামিরা পরিচিত অনলাইন টিকিট ব্লাকারের নিকট হতে টিকিট সংগ্রহ করে থাকেন। অতঃপর তারা Whatsapp Group এর মাধ্যমে আগ্রহী যাত্রীদের নিকট টিকিট বিক্রয় করে বিকাশ/ নগদ/রকেট এর মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের pdf কপি পাঠিয়ে দেন। এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।