আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহর জুড়ে মাইকিং করেছেন মোঃ সানাউল্লাহ নামে এক যুবক। বিড়ালটির ছোট্ট ছোট্ট সাতটি বাচ্চা থাকায় সেগুলোকে বাঁচাতে মা বিড়ালটির সন্ধানে তিনি এ মাইকিং করেন।
গতকাল দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এম স্কুল সংলগ্ন মোঃ শাহরিয়া নামে এক বাসিন্দার বাসা থেকে সাদা রং এর পার্সিয়ান প্রজাতির একটি বিড়াল হারিয়ে যায়। রোববার সকালে বিড়ালটির সন্ধান পান বিড়াল মালিক।
এদিকে বিড়ালের সন্ধান পেতে বিড়াল মালিক সানাউল্লাহর মাইকিং শুনে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আবার মাইকিং প্রচার করা ফোন নম্বরে কল করে হাস্যরস করছেন। তবে বিবেকের তাড়নায় ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালটির সন্ধান পেতে মাইকিং করছেন বলে জানিয়েছেন সানাউল্লাহ। যদি সন্ধান পাওয়া না যায়, তাহলে বাচ্চাগুলো বাঁচানো যাবে না।
এইচ এম রাসেল বলেন, ছানাগুলো দেখতে খুবই সুন্দর। এমন জাতের বিড়াল আমতলীতে আর নেই। মা বিড়াল ও ছানাগুলো দেখতে এসেছি।
বিড়ালের মালিক মোঃ সানাউল্লাহ বলেন, পার্সিয়ান প্রজাতির সাদা পোষা বিড়ালটি ২০ দিন আগে সাতটি বাচ্চা দেয়। শনিবার দুপুরের দিকে বিড়ালটি ঘর থেকে বের হয়ে যায়। ছোট-ছোট সাতটি বাচ্চা রেখে দীর্ঘ সময় পাড় হয়ে রাতেও বিড়ালটি বাড়িতে ফিরে না আসায়, মনে হচ্ছে কেউ আটকে রাখতে পারে। আর ওই কারণেই বিড়ালটির সন্ধ্যান পেতে মাইকিং করেছি।
তিনি আরো বলেন, রবিবার সকাল ৯ টার দিকে বিড়ালটি পৌর শহরের বটতলা এলাকার এক ব্যক্তি বাসায় দিয়ে গেছেন। মা বিড়ালকে পেয়ে ছানাগুলো আনন্দিত। তিনি বলেন মাইকিং করার কারণে বিড়ালটা ফেরত পেয়েছি।