মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে একটি দোকানে ভেজাল খাদ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। উপজেলার ময়েনপুর ইউনিয়নের শুকুরেরহাটে মিল্লাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদ ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, মাধ্যমিক শিক্ষা অফিসার ও মিঠাপুকুর থানা পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শুকুরেরহাট এলাকায় মিল্লাদ ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মুকুল মিয়া দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক উপাদান দিয়ে গুড় তৈরি ও বিক্রয় করে আসছিলেন। ইতিপূর্বেও প্রশাসন অভিযান চালিয়ে ভেজাল গুড় উৎপাদন না করার জন্য তাকে সতর্ক এবং জরিমানা করেছিলেন। কিন্তু মিল্লাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী মুকুল মিয়া আইনের চোখকে ফাঁকি দিয়ে তার কার্যক্রম চালিয়ে আসছিলেন। অবশেষে আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মোড়কিকরণ, চিহ্নিতকরণ ও লেবেলিং না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুসারে ২ লাখ টাকা জরিমানা করে উপজেলা প্রশাসন।
মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট বিকাশ চন্দ্র বর্মন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাদ্য বন্ধে অভিযান অব্যাহত থাকবে।