কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে নকলের দায়ে এক শিক্ষার্থীকে বহিস্কার ও দায়িত্বে অবহেলার জন্য দুই কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষায় আমুয়া বন্দর মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে আমরিবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়মকে বহিস্কার ও আমুয়া বালিকা বিদ্যালয়ের শিক্ষক কক্ষ পরিদর্শক মোঃ শামিম জমাদ্দার ও আমুয়া চাঁদমিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আলী আহম্মেদকে কক্ষ পরিদর্শকের দায়িত্ব অবহেলার কারণে তাদের এ অব্যাহতি প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব মো: শামীম মোল্লা।