মো: এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: চিনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় শেরেবাংলা পার্কে পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের পঞ্চগড় জেলা শাখার আমির মোঃ ইকবাল হোসেন, পঞ্চগড় জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ মির্জা নাজমুল ইসলাম কাজল, সমন্বয়ক ফজলে রাব্বি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলাম পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হোসেন বলেন, চিনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপন করলে সাধারণত রোগীকে রংপুর, দিনাজপুর বা ঢাকায় আর যেতে হবে না। বর্তমানে রংপুর, দিনাজপুর বা ঢাকায় পঞ্চগড় থেকে নেওয়ার পথেই অনেকে প্রাণ হারায় অথবা অনেকেই টাকার অভাবে দূরে চিকিৎসা করাতে পারেন না।
আন্তর্জাতিক ভৌগোলিক প্রেক্ষাপটে পঞ্চগড়ে মেডিকেল প্রতিষ্ঠা একান্ত জরুরি উল্লেখ করে তিনি আরো বলেন, পঞ্চগড়ের সাথে সার্কভুক্ত দেশগুলোর একটি সংযোগ রয়েছে। উত্তরবঙ্গের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত বেশ ভালো যা বর্তমানে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়েও নাই। কারণ হলো, সেদিক দিয়ে প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভূটানসহ চীনের শিক্ষার্থীরা সহজেই আসতে পারছে। পঞ্চগড়ে একটি মেডিকেল প্রতিষ্ঠিত হলে সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার্থীরা বাংলাদেশে পড়ার সুযোগ পাবে। তার থেকেও বড় সুবিধা হলো, ওই এলাকার মানুষেরা পরিপূর্ণ চিকিৎসা সেবা নিতে পারবে। আমরা চাই চিনের অর্থায়নে ১০০০ শয্যা বিশিষ্ট নির্মিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড় জেলায় স্থাপন করা হোক।
পঞ্চগড়ের মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধনে পঞ্চগড় জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ মির্জা নাজমুল ইসলাম কাজল বলেন, পঞ্চগড়ে মেডিকেল কলেজ হাসপাতালটি পঞ্চগড়বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এছাড়া পঞ্চগড় থেকে রংপুর বা দিনাজপুর মেডিকেল কলেজ এত দূরে যে, অনেক সময় রোগী নিয়ে যেতে যেতে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটে। পঞ্চগড়ের ভৌগলিক অবস্থানগত কারণে এখানে একটি সার্ক মেডিকেল কলেজের মতো আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হতে পারে। আর তাতে পঞ্চগড়সহ আশেপাশের জেলার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি হবে। আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই পঞ্চগড়ে মেডিকেল কলেজ নির্মাণ শুরু হোক। এছাড়াও নেতাকর্মীরা আগামী ১৬ এপ্রিল বেলা ১১ টার সময় পঞ্চগড়ে আবারো মেডিকেল কলেজ হাসপাতালের দাবিতে মানববন্ধনের ডাক দেন ।