মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জয়পুরহাটের আক্কেলপুর এজেন্ট ব্যাংকিং শাখার বিভিন্ন গ্রাহক ও প্রতিষ্ঠানের হিসাব থেকে প্রায় তিন কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।
রোববার দুপুরে জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক জেলা শাখার কার্যালয়ের সামনে প্রথমে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের জয়পুরহাটের আক্কেলপুর এজেন্ট ব্যাংকিং শাখার ক্যাশিয়ার মাসুদ রানাসহ কয়েকজন অসাধু কর্মকর্তা জালিয়াতি করে গ্রাহকদের প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করলেও একদিন পরেই তারা আদালত থেকে জামিন পেয়ে যান। এ অবস্থায় অর্থ ফেরতের অনিশ্চয়তার মধ্যে পড়েন গ্রাহকরা।
একই কারনে এ ঘটনায় টাকা ফেরত চেয়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহক, তাদের স্বজন ও এলাকাবাসী। এসময় বক্তৃতা করেন আক্কেলপুর হাইটেক কিন্টার গার্ডেনের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ফিরোজ আহমদ, মাদ্রাসার শিক্ষা সচিব আব্দুল মান্নান ও সিনিয়র মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দীনসহ ভুক্তভোগী গ্রাহকরা।
ইসলামী এজেন্ট ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানাসহ অভিযুক্ত ৩ জনকে কঠোর শাস্তির ব্যবস্থাসহ অবিলম্বে তাদের আমানতের টাকা ফেরত চান গ্রাহকরা।