তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মিন্টুর বিরুদ্ধে ওয়ার্ড কমিটি গঠনে অনিয়মের অভিযোগ তুলে মিথ্যা অপপ্রচার ও মানববন্ধন করার প্রতিবাদে রবিবার বেলা এগারোটায় মাজেদুল ইসলাম মন্টুর কর্মীসমর্থক ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা পাল্টা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেন। প্রতিবাদ সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা উপজেলার মৌটুপী সিকদার রোড থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে প্রতিপক্ষের নেতাকর্মীদের উদ্দেশ্য করে স্লোগান দেয় স্বৈরাচারের দোসররা হুশিয়ার সাবধান, স্বৈচারের ঠিকানা বিএনপিতে হবেনা এবং কয়েকজন নেতাকর্মীর নাম উল্লেখ করে দুই গালে জুতা মারার স্লোগানও দেন তারা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার বেপারীর অনুসারী ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ মেম্বার ও যুবদল নেতা কবির হোসেনসহ ৪০/৫০ জন লোক নিয়ে এসে মিছিলে বাধা দিলে মাজেদুল ইসলাম মন্টু গ্রুপ ও আক্তার বেপারী গ্রুপের লোকদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় উপস্থিত সাংবাদিকরা ভিডিও করতে গেলে আক্তার বেপারীর লোকজন বাধা দেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন।
এ বিষয়ে মজিদপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাজেদুল ইসলাম মন্টু বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুযায়ী আমাদের তিতাস উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপির কমিটি গুলো বিলুপ্ত করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে দেন এবং ওয়ার্ড কমিটি গুলো পুনঃগঠন করার নির্দেশনা দেন। নেতৃবৃন্দের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটি ওয়ার্ডে কর্মী সম্মেলন করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের নাম নেই। পরবর্তীতে সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে ত্যাগীদের মূল্যায়ন করে এবং আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে কমিটি অনুমোদন দেই।
উক্ত কমিটি প্রকাশের পূর্বেই ১১ এপ্রিল শুক্রবার বিকালে মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে, মোশাররফ, ইউনুছ, শফিকুল ইসলাম, এনামুল হক এমদাদ, শুক্কুর মেম্বার ও ইব্রাহিম মোল্লা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে আমার বিরুদ্ধে অপপ্রচার করে মানহানি করে। তারই প্রতিবাদে আজ মজিদপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। এসময় ৯নং ওয়ার্ড সভাপতি রাশেদ মেম্বার ও যুবদল নেতা কবিরসহ ৪০/৫০ জন লোক এসে বাধা দিলে উভয়ের মধ্যে হাতাহাতি ও হট্টগোল হয়। আমি উভয়কে শান্ত করার চেষ্টা করি।
এ বিষয়ে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ মেম্বার ও যুবদল নেতা কবির হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন স্যারের নেতৃত্ব ৩০ বছর ধরে বিএনপি করে আসছি এবং বর্তমানে নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিএনপি করছি। আজ সকালে আমরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা বসে আছি, এমন সময় মাজেদুল ইসলাম মন্টুর লোকজন এসে আমাদের সামনে আমাদেরকে উদ্দেশ্য করে স্বৈরাচার বলে স্লোগান দেয়, তখন উপস্থিত নেতাকর্মীরা জানতে চায় কাকে স্বৈরাচার বলে স্লোগান দেন। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা হয়েছে মাত্র।
উল্লেখ্য, ১১ এপ্রিল শুক্রবার বিকালে মজিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড কমিটি গঠনে অনিয়ম ও ত্যাগীদের মূল্যায়ন না করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন পদবঞ্চিত ইউনুস, মোশাররফ, শফিকুল ইসলাম, এনামুল হক এমদাদ, শুক্কুরবার মেম্বার ও ইব্রাহিম মোল্লাসহ অনেকে।