হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম আদমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগীরা।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার টংভাঙ্গা ৫নং ওয়ার্ডে ভূক্তভোগী সেলিম উদ্দিন রেজার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী সেলিম উদ্দিন রেজার ভাগিনা আশিক হোসেন বাপ্পি।
অভিযুক্ত জাহাঙ্গীর আলম আদম হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।
সংবাদ সম্মেলন দাবি করা হয় শিবির নেতা জাহাঙ্গীর আলম আদম দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলে চেষ্টা করেন এতে বাঁধা দিলে ভাংচুর ও মারধর করেন। এ ঘটনায় হাতীবান্ধা থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেন সেলিম উদ্দিন রেজা। আর সেই মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছেন শিবির নেতা আদম।
এ বিষয়ে ভুক্তভোগী সেলিম উদ্দিন রেজার বাবা নাজির উদ্দিন বলেন, আমাদের জমি দখলের চেষ্টা করেন শিবির নেতা আদম। আমরা বাঁধা দিলে আমাদের উপর হামলা করা হয়। আমাকে হত্যার উদ্দেশ্য ধারালো ছুরি দিয়ে মাথায় কোপানো হয়। আমার মাথায় ৮টি সেলাই দেওয়া হয়েছে। শুধু তাই নয় আমার ছেলে সেলিম ও মেয়ে লাকী বেগমকেও হত্যার উদ্দেশ্য মাথায় কোপানো হয়। তাদের অবস্থা আশংকাজনক তারা বর্তমান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ছেলে সেলিম থানায় অভিযোগ করেছে এখন আবার মামলা তুলে নিতে বিভিন্ন হুমকি দিচ্ছেন শিবির নেতা আদম।
এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম আদম বলেন, কোন হুমকি দেওয়া হয়নি। ওরা আমাদেরকে ধাওয়া দেয় পরবর্তীতে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওরা আমাদের বিরুদ্ধে মামলা করেছে আমরাও ওদের বিরুদ্ধে মামলা করেছি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন। আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি।