মাজহারুল ইসলাম রানা, চট্টগ্রাম নগর প্রতিনিধি;চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করলেন রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। শুক্রবার (১১ এপ্রিল) পাহাড়তলীর শতবর্ষী ঐতিহ্যবাহী বাংলাদেশ রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয়ে এই মোড়ক উন্মোচন করেন তিনি। এর আগে সকাল তিনি সেখানে উপস্থিত হন।
রেল উপদেষ্টা স্কুলের শিক্ষার মান কীভাবে বাড়ানো যায় সেদিকে সবার দৃষ্টি দেওয়ার জন্য দিক নির্দেশনা দেন এবং স্কুলের এক্স স্টুডেন্টস ফোরামের কার্যক্রমে সন্তোষ ও ভূয়সী প্রশংসা করেন। এ সময় স্কুলের এক্স স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতার পাশাপাশি স্কুল বৃত্তির নিশ্চয়তা দেন ফোরামের আহ্বায়ক রিয়াসাত সুমন।
পরে রেল উপদেষ্টাকে ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বিশেষ সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
এক্স স্টুডেন্টস ফোরামের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রেলপথ সচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের পূর্বাঞ্চলের জিএম, চিফ ইঞ্জিনিয়ার পূর্বাঞ্চলসহ রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং এক্স স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা ডাক্তার মাহফুজুর রহমান, হাফিজুর রহমান বাদলসহ বিভিন্ন ব্যাচের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।