পার্বতীপুর (দিনাজপুর) থেকে এম এ জলিল সরকার: ফিলিস্তিনের গাজায় ইসরাইলী নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে পার্বতীপুরে তাওহিদী মুসলিম জনতার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মনার চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ জুমা পৌর শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে মসজিদের ইমাম, মুসল্লি, ইমাম সমিতির নেতৃবৃন্দ ও ইসলামী সংগঠনের নেতা কর্মীরা ও সাধারণ ধর্মপ্রাণ লোকজনেরা এ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
জুমার নামাজের পর পরেই বিভিন্ন মসজিদের মুসল্লিরা ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে উপস্থিত হন।
বক্তব্য রাখেন ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই, জ্ঞানাঙ্কুর স্কুল মসজিদের ইমাম হুমায়ুন কবীর, পার্বতীপুর রেলওয়ে ব্রীজ মসজিদের ইমাম সাইফুল্লাহ, পার্বতীপুর মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান, খোলাহাটী নয়াপাড়া দোলাপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল হক, পুরাতন বাজার জামে মসজিদরে ইমাম হাবিবুল্লাহ, আব্দুল কাদের মুস্তাহার আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।