এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩ তম বারুনী স্নানোৎসব ঘিরে মতুয়া ভক্তদের মিলন মেলায় শামিল হলেন জেলা বিএনপি নেতা বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
তিন দিনব্যাপী গোপাল চাঁদ এ মেলার ২য় দিনে বারুণী স্নানোৎসবে বৃহস্পতিবার রাত ৮টায় এ উপলক্ষ্যে মতুয়া ভক্তদের সাথে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির আহব্বায়ক মো. শহিদুল হক বাবুল, শ্রীধাম লক্ষীখালীর গদীনাশিন বাংলাদেশ মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামাল হোসেন খানসহ উপজেলা বিএনপি ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নের্তৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাইফুল ইসলাম বনি।
এ সময় জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বলেন, অসম্প্রদায়িক এ বাংলাদেশে হিন্দু-মুসলিম, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মীয় উৎসবে একে অপরের পরিপুরক হয়ে এক কাতারে শামিল হয়ে উৎসবমূখর পরিবেশে এ আনন্দকে ভাগ করে নেয়া হয়। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিনির্মান হবে আগামীর বাংলাদেশ। যেখানে থাকবেনা ভেদাভেদ। তাই সকলে একত্রিত হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।