লালপুর (নাটোর) প্রতিনিধি: জুলাইযোদ্ধা পরিচয়ে নাটোরের লালপুরে এনটিভি অনলাইনের স্থানীয় প্রতিনিধি সজিবুল ইসলাম হৃদয়কে অশ্লীল গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ওই সংবাদ কর্মী।
এতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে মনজুর (৪২) ও একই উপজেলার আব্দুলপুর গ্রামের জাবেদ হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান (২২) কে দায়ী করা হয়েছে।
ভুক্তভোগী সংবাদ কর্মী সজিবুল হৃদয় জানান, ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে স্থানীয় এক ব্যক্তি অধিপত্য বিস্তার করে বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টার করছে। একই পরিচয়ে ওই ব্যক্তি চুক্তির মাধ্যমে বিভিন্ন এলাকায় বিচার সালিশের মত কাজ করে চলেছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধ করার পরামর্শ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সজিবুল হৃদয়। ফেসবুক পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি। গত রবিবার জুলাইযোদ্ধা পরিচয়ে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি পোস্টটি তাকে উদ্দেশ্য করে দেয়া হয়েছে দাবি করে সাংবাদিক হৃদয়কে লাঞ্ছিত করে। পরদিন সোমবার দুপুরে মনজুর নামে এক ব্যক্তি জুলাইযোদ্ধা ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতা পরিচয়ে সেলফোনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে রাতে সাংবাদিক হৃদয়কে বাড়িতে ঘুমাতে দিবেন না বলে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করতে বৈষম্যবিরোধী আন্দোলনে লালপুরের শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা করে পাশে ছিলেন তিনি। জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জুলাইযোদ্ধা পরিচয়ে রীতিমত ফ্যাসিস্ট আচরণ শুরু করেছে দাবি করে ভুক্তভোগী সাংবাদিক হৃদয় জানান বিষয়গুলো তদন্ত হওয়া দরকার।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মুনজুর বলেন, সজিবুল হৃদয় নিউজ করেছে জুলাইযোদ্ধা হয়ে চাঁদাবাজি, ছিনতাই করেছি। আমি একজন জুলাইযোদ্ধা। আমরা দেশ তথা লালপুরের গর্ব, আমাদের নামে লিখবে কেন? আপনি আবার নিউজ করে দেন সমস্যা নেই।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।