আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলা সোমবার (৭ এপ্রিল) স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ গেটে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম।
তিনি ফিলিস্তিনি বীরদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, "ইসরায়েলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ফিলিস্তিনিরা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে,তা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয়।আমরা ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।"
মিছিলে অংশগ্রহণকারীরা 'ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ কর' 'ফিলিস্তিনের স্বাধীনতা চাই'সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশের নওগাঁ-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আক্তারুজ্জামান,আত্রাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহমান,উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ওসমান গনি,সাবেক ছাত্র প্রতিনিধি মোঃ তারেক আহমেদ সম্রাট,
পাঁচুপুর ইউনিয়ন জামায়াত নেতা মোঃ শাহিন,ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ মতিউর রহমান শাহিন,স্থানীয় ছাত্রদল নেতা আদর,শাহরিয়ার সরদার সৌরভ,জামায়াত নেতা আব্দুর রশীদ ও জহুরুল ইসলাম জনিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।