তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, আমরা জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততো উন্নত। কিন্তু আওয়ামী সরকার আমলে শিকার মান ছিলো না। তখন শুধু একটা বিদ্যালয় কতো গুলো এ প্লাস পাবে, গোল্ডেন এ প্লাস পাবে এবং একটা কলেজে কতোগুলো গোল্ডেন এ প্লাস পাবে সেটা নিয়ে প্রতিযোগিতা ছিলো। কিন্তু শিক্ষার মান উন্নয়ন হয় নাই।
সোমবার দুপুরে কুমিল্লা তিতাস উপজেলার মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মারুফ হোসেন বলেন, নকলের মতো নিকৃষ্ট একটি কাজ অনেক জায়গায় রয়েছে। আমরা যখন ২০০১ থেকে ২০০৬ ক্ষমতায় ছিলাম, তখন নকলের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছিলাম এবং সেসময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নকল মুক্ত বাংলাদেশ ঘোষণা করেছিলেন। তখন শিক্ষার মান উন্নয়ন ছিলো, কারন ছাত্র-ছাত্রী জানতো নকল করে পাশ করা যাবে না। কিন্তু গত ১৫টি বছর নকল এবং এই ধরনের অসামাজিক কর্মকান্ডের মাধ্যমে শিক্ষার মানকে ধ্বংস করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছে, যদি বিএনপি জনগণের ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের উন্নয়ন করবেন। সেখানে ২৫ দফায় বলেছেন চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে।
এসময় বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল বাশার বকুল ও কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।