আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: গাজায় মুসলিমদের উপর ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বস্তরের তৌহিদী জনতা। তারা সোমবার ( ৭ এপ্রিল) সকাল ১১টা থেকে উপজেলা সদর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে যাচ্ছেন। কেদ্রয়ী শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন।
এ সময় সকল প্রকার ইসরাইলী পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহ্বান রাখা হয়।
প্রসঙ্গত, ইহুদী রাষ্ট্র ইসরাইল কর্তৃক গত কয়েকদিনের আগ্রসন, গণহারে মুসলিম হত্যা, ধ্বংস যজ্ঞের প্রতিবাদে পৃথিবীর বিভিন্ন দেশের মত বাংলাদেশে ও এর বিরোপ প্রভাব পড়েছে। এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের আড়াইহাজারের সর্বস্তরের জনতা এ বিক্ষোভ মিছল ও সমাবেশ করে যাচ্ছেন।