কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চাকামইয়া গ্রামের নিজেকে খুনের নাটক সাজিয়ে প্রেমের টানে পালানো গৃহবধূ আখি আক্তার(২৫)প্রেমিক হাসান মাহমুদের(২৮)সহ গ্রেফতার করেছে পুলিশ।গত মঙ্গলবার পহেলা এপ্রিল উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার চারদিন পর শনিবার রাতে প্রেমিক- প্রেমিকাকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর প্রেমিকের বাড়ী থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।
এর আগে দুই এপ্রিল আখি আক্তারের বাবা মো.আলমগীর হাওলাদার বাদী হয়ে জামাই আলমগীর হোসেন সহ নয় জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করেছেন।পুলিশ আখি আক্তার স্বামী সহ সাতজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আখি আক্তারের ছোট বোনের সাথে হাসান মাহমুদের বিবাহের প্রস্তাব ছিল, কিন্তু আখির বাবা এই প্রস্তাব মেনে নেয়নি। এর সূত্র পাত ধরে আখি আক্তারের সাথে হাসান মাহমুদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক-প্রেমিকার দীর্ঘদিনের প্রেম এ পরিনতি হিসেবে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে আখি আক্তার এক ব্যাগ রক্ত সংগ্রহ করে গভীর রাতে ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। পরের দিন সকালে আখি আক্তারকে না পেয়ে বাড়ীর সকলে নিখোঁজ এ ঘটনাকে কোন হত্যাকান্ড বলে সন্দেহ করে। ঘটনা ঘটার পর থেকে পুলিশ তদন্তের চেষ্টা অব্যাহত রাখে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.জাহিদুল ইসলাম জানান, এটি একটি রহস্যজনক ঘটনা ছিল। মূলতঃ একটি হত্যার নাটক সাজিয়ে তারা তাদের উদ্দেশ্য সফলের চেষ্টা করেছে বলে তিনি মনে করেন।