মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : তারুণ্যের আংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলের উপ-সহকারী প্রকৌশলী খোকন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আল শাহাদত জামান জিকো প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমানে অনেক যুবকেরা বিভিন্ন অনলাইন গেমে আসক্ত হয়েছে। তাদের এসব থেকে রক্ষা করতে হলে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার দিকে নিয়ে আসতে হবে। কেননা খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। যাতে করে তারা জুয়া, মাদক সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত না হয়। সেদিকে সচেতন মহল ও অভিভাবকদের সর্তক থাকতে হবে। কেননা তারাই আগামীর ভবিষ্যৎ। দিবসটি উপলক্ষে বিকেলে আব্দুল মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেন উপজেলা প্রশাসন।