ঢাকা
৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:১৬
logo
প্রকাশিত : মার্চ ২৯, ২০২৫

ঈদ সামগ্রী বিতরণ: আনসার ভিডিপি কর্মকর্তার অনিয়ম ঢাকতে আজ্ঞাবহ লোক দিয়ে সংবাদ সম্মেলন

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জ (বাগেরহাট):  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাৎ সিতারা আলোর বিরুদ্ধে ঈদ সামগ্রী বিতরণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভিন্ন পত্রপত্রিকায় শনিবার সংবাদ প্রকাশিত তেলে বেগুনে জ¦লে উঠেছে ওই কর্মকর্তা। নিজের অনিয়ম ঢাকতে প্রকৃত ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নিজের আজ্ঞাবহ নামমাত্র কয়েকজন আনসার সদস্যদের নিয়ে অফিস বন্ধের মধ্যে কথিত মানববন্ধন ও প্রেস কনফারেন্সে শিখানো বুলি পাঠ করালেন।

এদিকে এ ঘটনায় একাধিক সাধারণ আনসার সদস্যরা প্রকৃত ঘটনার তদন্ত দাবী করে বলেন, গতকাল সাংবাদিকরা আসার পরে পরবর্তী  ঈদ সামগ্রীর প্যাকেটে ঘি আইটেম রাখা হয়েছে। এর পূর্বে বিতরনে অনেকেই ঘি পায়নি।  

উল্লেখ্য, আনসার ভিডিপি মহাপরিচালকের নির্দেশশনা মোতাবেক প্যাকেজ উপহার সামগ্রী ৬ প্রকারের তালিকার মধ্যে ১ কেজি পোলাও চাল, সেমাই ৪ পেকেট, ২০০ গ্রামের গুড়ো দুধ এক প্যাকেট, ১ কেজি সুজি, নুডুলস ১ পেকেট, ঘি ২০০ গ্রাম দেওয়ার কথা থাকলেও বিতরনের ক্ষেত্রে হয়েছে চরম অনিয়ম।  

শুক্রবার দুপুর বেলা ১২টার বিতরণকালে আনসার ভিডিপি সদস্য রামচন্দ্রপুর ইউনিড লিডার মো. ইউনুছ মিয়ার প্যাকেটে নেই ২০০ গ্রাম ঘি, ৪০০ গ্রাম সাধারণ ও লাচ্ছি সেমাইয়ের পরিবর্তনে ১০০ গ্রামের ৪ প্যাকেট লাচ্ছি সেমাই, সুজির প্যাকেটে ১ কেজির পরিবর্তে দেওয়া হয়েছে ৫০০ গ্রাম। দুইশ’ গ্রাম গুড়ো দুধের প্যাকেট না দিয়ে দেওয়া হয়েছে ৪০০ গ্রাম লিকুইড দুধ।

এ দিকে অফিস সূত্রে জানাগেছে, আনসার ভিডিপি মহাপরিচালক কর্তৃক বরাদ্দকৃত এ উপজেলায় ৭৩ জন  আনসার ভিডিপি সদস্যদের জন্য জনপ্রতি এক হাজার ৫০ টাকা ঈদ সামগ্রী প্যাকেট প্রতি বরাদ্দ ৬ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণের কথা থাকলেও দিয়েছেন ৫ প্রকার। আনসার ও ভিডিপি কর্মকর্তা সিতারা আলো এ বিতরণে করেছেন অনিয়ম।

আনসার সদস্য আমিনুল ইসলাম, মামুন শেখসহ একাধিক সদস্যরা এ নিয়ে রয়েছে ক্ষোভ প্রকাশ করেছেন। পৌরসভার ওয়ার্ড ভিডিপি কমান্ডার জাহিদুল ইসলাম বলেন, তিনি এখনও ঈদ সামগ্রী পাননি। তবে, একাধিক সদস্যরা তাদের প্যাকেটে ঘি নেই বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে রমজানে ইফতার পার্টি  ও দোয়া মাহফিলের জন্য ৫ হাজার টাকা অফিসিয়াল বরাদ্দ হলেও নামে মাত্র তার পছন্দের ৪/৫ জনকে নিয়ে ইফতার পার্টি  দেখিয়ে পুরো বরাদ্দ হজম করেছেন। অধিকাংশ সদস্যরা ইফতার পাটির কোন খবরও যানেননি।  

এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসাৎ সিতারা আলো বলেন, মহাপরিচালক মহোদয়ের বরাদ্দকৃত ঈদ সামগ্রী  ২৫মার্চ থেকে বিতরণ শুরু হয়েছে। ২/৪ টি প্যাকেটে ঘি পায়নি। তবে, সব প্যাকেটে ঘি না থাকার বিষয়টি সঠিক নয়্ যারা না পেয়েছেন পরবর্তীতে তাদেরকে দেওয়া হবে। আনসার সদস্যদেও নিয়ে ইফতার পার্টি করা হয়েছে।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, আনসার ভিডিপি দপ্তরের ঈদ সামগ্রী বিতনের বিষয়ে তিনি অবহিত নন। তবে, এ ক্ষেত্রে কোন অনিয়ম করে থাকলে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ তাপস রায় সরকার
মোবাইল: +৮৮০ ১৭৩৬ ৭৮৬৯১৫
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram