শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাহারছাড়া ইউনিয়নের উদ্যোগে শনিবার পূর্ব বাহারছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকালে শ্রমিকদের মাঝে ইদ উপহার ও শ্রমিকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানগাড়ি বিতরণ করা।
ফেডারেশনের ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম পরিচালনায় ইদ উপহার বিতরণ ও ভ্যাগগাড়ি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের ইউনিয়ন সভাপতি ডা. শাহরিয়ার আব্দুলাহ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জালাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাসান আজাদ, উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সাধারণ সম্পাদক ফৌজুল আজিম, কাজী এমরানুল হক, দপ্তর সম্পাদক মাওলানা মোহাম্মদ হোছাইন, সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক রেজাউল করিম।
এ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন ।
এ সময় প্রায় ২০০জন শ্রমিকের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়। এ ছাড়াও শ্রমিকদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানগাড়ি প্রদান করা হয়।