রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর নিষিদ্ধ ছাত্রলীগের
সাবেক জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম এরশাদ (৪০) তার মায়ের হাতে দুধ দিয়ে গোসল করেছেন। দুধ দিয়ে গোসলের ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যার পর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাইফুল ইসলাম এরশাদের মা নিজ হাতে তাকে দুধ দিয়ে গোসল করাচ্ছেন। এর আগে, সাইফুল তার ফেসবুক আইডিতে পোস্ট করে জানান যে, তার মা মানত করেছিলেন তিনি মিথ্যা মামলা থেকে জামিন পেলে দুধ দিয়ে গোসল করাবেন। তিনি তার স্ট্যাটাসে আরও লেখেন, "দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাকে আশীর্বাদ করেন, মায়ের দোয়া নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করব।"
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা বলেন, সাইফুল ইসলামকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছিল। গত ২৬ মার্চ তিনি জামিনে মুক্তি পান এবং মায়ের মানত অনুযায়ী তাকে দুধ দিয়ে গোসল করানো হয়।
সাইফুল ইসলাম এরশাদকে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গত ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। ২০২৩ সালের ২ সেপ্টেম্বর শিক্ষার্থী জিসান খান বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। মামলায় বলা হয়, ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি বর্ষণের ঘটনার সাথে সাইফুল ইসলাম জড়িত ছিলেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয় এবং ২৬ মার্চ তিনি জামিনে মুক্ত হন।