রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়ায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (২৭) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টার দিকে বাবুপাড়া বড় ব্রীজের পশ্চিম পার্শ্বে এ দূর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী বাবুপাড়া গ্রামের তারিকুল ইসলামের স্ত্রী।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ এ তথ্য নিশ্চিত করে জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লাশ উদ্বার করে রাজবাড়ী পোষ্ট মেটামে দেয়া হয়েছে।
জানা যায়, তানিয়া তার বোনের বাড়িতে ইফতারের দাওয়াত দিয়ে ফেরার সময় গোয়ালন্দ টু পোড়াদহগামী সাঁটল ট্রেনে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।
ইতির ৮ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।