আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো.কামাল হোসেন। এ সময় তিনি বলেন, "১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা শুধু একটি কালরাত্রি নয়,এটি বাঙালির বীরত্ব ও সংগ্রামের ইতিহাসের এক করুণ অধ্যায় ।এই দিনে আমরা হারানো প্রাণগুলিকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগকে স্মরণে রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।"
অনুষ্ঠানে নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এছাড়াও দুপুর ১২টায় গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদ খাঁন, আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফেরদৌস আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, ইউপি চেয়ারম্যানবৃন্দ মো.খবিরুল ইসলাম, মো. মঞ্জুরুল ইসলাম মুঞ্জ, মো.নাজিমুদ্দিন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি তপন কুমার প্রমুখ।