সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা না থাকলেও দোসররা এখনও দেশে রয়ে গেছে। তাই তাদের রুখে দিতে সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
সোমবার বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের আয়োজনে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
সেলিনা রহমান বলেন, বিএনপি দীর্ঘ ১৬ বছর লড়াই করেছেন, গুম হয়েছেন বহু নেতাকর্মী। অবশেষে ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন। পতন হয়েছে ফ্যাসিস্ট সরকারের। সেই সুবাদে আমরা একসঙ্গে ইফতার করছি।
তিনি বলেন, বিএনপি একটি বড় দল। তাই বিভেদ না রেখে দলকে এগিয়ে নিতে হবে। আর এজন্য আমাদের কাজ করতে হবে। আমরা যেন আগামী নির্বাচনে দেশকে একটি গ্রহণযোগ্য সরকার উপহার দিতে পারি।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বরিশাল জেলা কৃষকদলের সভাপতি মো. মহসিন আলম প্রমুখ।