মনীষ সরকার রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) চৌধুরী মোয়াজ্জম আহমেদ সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তার এই অর্জনে শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেছে সুন্দরগঞ্জের হোপ এগ্রো লিমিটেড।
গতকাল রোববার (২৩ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে হোপ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রামজীবন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।
এ সময় গাইবান্ধা জেলা জামায়াতের আমির আব্দুল করিম, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হোপ এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ‘চৌধুরী মোয়াজ্জম আহমেদ তার মেধা, দক্ষতা ও সততার মাধ্যমে জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে এগিয়ে নিয়েছেন। তার যুগ্ম সচিব পদে পদোন্নতি আমাদের জন্য গর্বের বিষয়। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ বলেন, ‘গাইবান্ধার মানুষের সঙ্গে কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়। এই জেলার উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রয়াসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি সবসময় চেষ্টা করেছি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের, আর এই পদোন্নতি আমাকে আরও অনুপ্রাণিত করবে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে।’
উল্লেখ্য, চৌধুরী মোয়াজ্জম আহমেদ দায়িত্বশীলতা ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তার এই অর্জনে গাইবান্ধাবাসী আনন্দিত ও গর্বিত।