অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে ইসমাইল ফরাজী (৯) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। গতকাল শনিবার কালিশুরী ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ইসমাইল কালিশুরী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, ১ মার্চ ওই এলাকার কৃষক মোজাম্মেল ফরাজির শিশুপুত্র ইসমাইলকে কুকুড়ে কামড়ায়। আর্থিক অস্বচ্ছলতার কারণে ইসমাইলকে নিয়ে তার পরিবারের লোকজন কোথাও চিকিৎসার জন্য যায়নি। শুক্রবার থেকে ইসমাইল অসংলগ্ন আচরণ ও কিছু সময় পর পর বমি করতেছিল এবং মুখ থেকে লালা বের হতে থাকে। এরপর শনিবার সন্ধ্যায় ইসমাইল মারা যায়।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের পর থেকে ইসমাইল স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলে। তার শরীর নীল হয়ে যায়। কুকুরে কামড় দেওয়ার পর ইসমাইলকে হাসপাতালে না নিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়েছিল।
তবে কুকুরে কামড়ের পর ইসমাইলের যেসকল লক্ষণ দেখা দিয়েছে তাতে নিশ্চিত জলাতঙ্কে আক্রান্ত হয়েই ইসমাইলের মৃত্যু হয়েছে বলে মনে করছেন বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ।