মানিকভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল্যা বুলু বলেছেন, সেনাবাহিনী দেশের যেই কোন সংকটে দেশের পক্ষে কাজ করেন, যারা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে চায়, তারা নিজের দেশের সপক্ষে রাজনীতি করে না, তারা অন্যদেশের দালাল হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রবাসী বাহারের উদ্যোগে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৌদি বিএনপির আহবায়ক বাহার উল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।