ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলতাদিঘী জাতীয় উদ্যানের পাশে বিভিন্ন খাল ও জলাশয় পরিস্কার পরিচ্ছনতা অভিযান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১৫জন ভলেন্টিয়ার নিয়ে পরিচ্ছনতা অভিযান শুরু করা হয়। পরে উপজেলা বনবিট কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আলতাদিঘীর পাড়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্।
এছাড়াও পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা একেএম ফরহাদ জাহান লিটন, ইএসডিও গোফরইমপ্যাক্ট প্রকল্প ব্যবস্থাপক মো. পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পারভীন সুলতানা, যুব ফোরামের সভাপতি জাহিদ ইকবাল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আলতাদিঘী শালবন ও দিঘীর পরিবেশ ও পানিরসহ বিভিন্ন বিষয়ের উপরে দিকনির্দেশণা মূলক আলোচনা করেন।