আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জাল টাকাসহ মিনহাজুল ইসলাম (২৩) নামে এক যুবককে গতকাল বুধবার (১৯ মার্চ) আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। আটক মিনহাজুল ইসলাম নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইউনুস আলী জানান, মঙ্গলবার আত্রাই উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় একটি ফলের দোকানে আপেল ক্রয় করে একটি এক হাজার টাকার নোট বের করে দেয় মিনহাজুল। এসময় দোকানাদার টাকা হাতে নিয়ে জাল টাকা বলে স্থানীয় লোকজনকে জানায়। পরে লোকজন আসলে মিনহাজুলের শরীর তল্লাশী করে আরো একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে।
পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে জাল টাকার নোটসহ আটক করে থানায় আনে। এ ঘটনায় রাতেই মিনহাজুলের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।