খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি পৌর এলাকার গৌরিপাশা মোহাম্মদ আলি মল্লিকের মেঝো ছেলে মাদরাসা পড়ুয়া রায়হান (১১) সুগন্ধা নদীতে ট্রলারে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে প্রতিবেশী জেলে বিপ্লবের সাথে সংসারের অভাবের কারণে মাছ ধরতে নদীতে যায় ছোট্ট রায়হান।
ঢাকা থেকে আগত একটি লঞ্চ বরগুনা যাওয়ার সময় গৌরিপাশা রিয়াজ ইটভাটা সংলগ্ন থেকে অতিক্রম হওয়ার সময় নদীতে থাকা মাছের ট্রলারের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রলারে থাকা বিপ্লব ও রায়হান নদীতে পড়ে যায়। পরে বিপ্লবকে পাশে থাকা জেলেরা উদ্ধার করলেও রায়হানকে খুঁজে পায়নি। স্থানীয়রা নলছিটি ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা বরিশালের ডুবুরি দলকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে অনুসন্ধান করা শুরু করে। এ সংবাদ লেখা পর্যন্ত রায়হানের কোন সন্ধান পাওয়া যায়নি।
রায়হান উপজেলার মল্লিকপুর জামিয়া মোহাম্মাদিয়া জয়নাল আবেদীন কওমি মাদরাসার নূরানি শাখার ছাত্র। শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে বাড়িতে গেলে ঔষুধ কেনা ও ঈদের নতুন পোষাক কেনার আশায় নদীতে মাছ ধরতে যায় রায়হান। মাছ পেলে তা বিক্রি করে কিনবেন ঔষুধ ও ঈদের পোষাক এমনটাই জানান বাবা মোহাম্মদ আলি। কৃষক মোহাম্মদ আলির অভাব অনাটনের সংসারে স্বামী স্ত্রী সহ দুই পুত্র ও এক কন্যা নিয়ে বসবাস করতেন একটি ছোট্ট টিনের ঘরে।কিছুদিন আগে ট্রাক্টর মেশিন (ক্ষেতে হাল চাষ করা মেশিন) চুরি হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়ে রায়হানের বাবা মোহাম্মদ আলি। তাই সংসারের কিছুটা অভাব গোছাতে নদীতে মাছ ধরতে যায় রায়হান। আর তার সেই মাছ ধরতে যাওয়াই কাল হলো। সংসারের হাল ধরতে শিশু বয়সেই নিবে গেলো জীবনের প্রদীপ।
মোহাম্মদ আলির চাচাতো ভাই নজরুল ইসলাম মল্লিক বলেন, আমরা সকালে দুর্ঘটনার খবর পেয়ে নলছিটি থানাকে অবহিত করি, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ডুবুরি দল ঘটনাস্থলে এসে রায়হানকে খুঁজতে সুগন্ধা নদীতে অনুসন্ধান শুরু করে। রায়হানের মা শিরিন বেগম বলেন, আমার ছেলে টাকার অভাবের কারণেই বিপ্লবের সাথে মাছ ধরতে গেছে, মাছ বিক্রি করেই টাকা দিয়ে ঈদের নতুন জামা কিনবে এই আশায়, এখন কি হয়ে গেলো আমার ছেলেকে তো আর পাবো না।
জেলে বিপ্লব বলেন, রায়হানের সংসারে অভাবের কারণেই ও আমার সাথে কয়েক দিন যাবত নদীতে মাছ ধরতে আসে কিন্তু আজ যখন আমরা ভোরে নদীতে জাল ফেলবার প্রস্তুতি নিচ্ছালাম তখনই ঢাকা থেকে আগত একটি লঞ্চ আমাদের ট্রলারকে (ইঞ্জিন চালিত নৌকা) ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়, সাথে আমরা দুজনেই পানিতে পরে যাই। পরে আমাকে পাশের জেলেরা উদ্ধার করে আর রায়হান কে খুঁজে পায়না।
নলছিটি ফায়ার সার্ভিস কর্মী সাব্বির বলেন, খবর পেয়ে আমরা বরিশালের একটি ডুবুরি দল সাথে নিয়ে নদীতে রায়হানকে খুঁজতে অনুসন্ধান চালাচ্ছি। এ দুর্ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।