বরগুনা প্রতিনিধি: "দেশকে অস্থিতিশীল করতে কুচক্রী মহল কার্যক্রম করতে পারে, দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করতে পারে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে। নব্বই দশকের আলোচিত ইয়াসমিন ধর্ষণের উদাহরণ টেনে মনি বলেন, বিএনপি পরিবার ও তারেক রহমান আপনাদের পাশে আছে।"
সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় বরগুনা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি কড়ইতলা এলাকায় ধর্ষণের শিকার হওয়া সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়ে ও তার নিহত বাবা মন্টু দাসের বাড়ি পরিদর্শনকালে কথা গুলো বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মনি।
এসময় নুরুল ইসলাম মনি আরো বলেন, নির্যাতিত শিশু এবং নিহত মন্টু দাসের পরিবারের পাশে দাঁড়িয়ে সকল ধরনের আইনি সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্দেশ দিয়েছেন। মন্টু দাসের পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়া হবে, ছেলে-মেয়েদের লেখাপড়া সহ ফ্রী চিকিৎসার ব্যবস্থা করা হবে। সর্বোপরি বিএনপি এই পরিবারের সাথে আছে এবং থাকবে। তাদের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন বিএনপির এই নেতা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নিহত মন্টু দাসের পরিবারকে নগদ এক লক্ষ অনুদান প্রদান করেন তিনি।
নিহত মন্টু দাসের বাড়ি পরিদর্শনকালে কেন্দ্রীয় এ নেতার সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. ফজলুল হক মাস্টার, বরগুনা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. নুরুল আমিন সহ জেলা বিএনপি ও দলের অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।