আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় শামসুন্নাহার চৈতি (২৬) নামে এক মহিলা গার্মেন্টস কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৫ মার্চ) দিবাগত সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার মধ্যে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের স্বামী ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার সাইফুল ইসলাম পলাতক রয়েছে। নিহত চৈতি একই গ্রামের সামসুউদ্দিনের মেয়ে এবং আড়াইহাজার উপজেলার কালিবাড়ী এলাকার মাছুম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া এবং স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহতের বাম হাতে কাটা দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে দৈহিকভাবে নির্যাতন করে ঘুমের ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়ে থাকতে পারে। আপাতত জিডি মূলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।