ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজামানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্রিকায় প্রকাশ ও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) বেলা ১১ টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান শিক্ষক সৈয়দ আখতারুজ্জামান তার লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ৪ মার্চ ২০২৫ইং তারিখে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিমূলক কিছু তথ্য ও গত ৫ মাচ ২০২৫ইং তারিখে “ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ” শিরোনামে কয়েকটি অনিবন্ধিত অনলাইন ও নাম সর্বস্ব স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যা ফাহিম হোসেন রিজু, সুমন মিয়া ও মোফাজ্জল হোসেন সহ কয়েকজন ভুঁই ফোড় সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে আসছে। উক্ত শিরোনামে সংবাদটি সম্পূর্ণ ভুঁয়া, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এ মিথ্যা, ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃত সত্য এই যে, গত ৬ জুলাই ২০২৪ইং তারিখে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিধি মোতাবেক নিয়োগ বোর্ডের কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক, শিক্ষা অফিস, বিদ্যালয়ের সভাপতি সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে নিয়োগ পরীক্ষা সম্পন্নের মাধ্যমে অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও নৈশ প্রহরী পদে ৩ জন কর্মচারীকে নিয়োগ প্রদান করা হয়।
কিন্তু বিদ্যালয়ের বেতন ভুক্ত নিরাপত্তাকর্মী আজহারুল ইসলাম সহ একটি স্বার্থান্বেষী মহল এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার লক্ষ্যে উপরোক্ত বিভ্রান্তি মূলক সংবাদ প্রচার করে আসছে। এছাড়া বিভিন্ন সময়ে অপরিচিত ফোন নম্বর থেকে চাঁদা আসছিল। চাঁদা না পাওয়ার কারণে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, মনগড়া বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনিবন্ধিত পত্রিকায় প্রকাশ করেন অপপ্রচার চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি উক্ত সংবাদের নিন্দা জানিয়ে আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের জোর দাবি জানান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।