নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদে আওয়ামীলীগ নেতা আব্দু রাজ্জাকের গুলিতে ছাত্র প্রতিনিধি সাইদুল হুদার পিতা হাবিবুল হুদা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ মার্চ) রাতে ইসলামাবাদ পাহাশিয়াখালী সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পরিবারের দাবি ইসলামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু রাজ্জাকের নেতৃত্বে গুলিবর্ষণ করা হয়। আহতরা হলেন, খুশিদা বেগম, আবিদুল হুদা, আমেনা বেগম।
নিহতের স্ত্রী খুশিদা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান রাজ্জাককে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তার ছেলেকে মারধর করা হয়। সে খবর শুনে ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে বাড়িতে গিয়ে গুলি চালায় চেয়ারম্যানসহ লোকজন। এসময় গুলিত গুরুতর আহত হলে স্বামীকে হাসপাতালে নেওয়া হয়। পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকায় চেয়ারম্যানকে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহ করে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। পরে চেয়ারম্যান আগুন দিয়ে তাদের বাড়ি পুড়িয়ে দেন।
নিহতের ছেলে ও ছাত্র প্রতিনিধি সাইদুল হুদা জানান, ছাত্রদের বিভিন্ন কাজে চেয়ারম্যান বাঁধা প্রদান করে। এরপর বিভিন্নভাবে হুমকি দেন। সর্বশেষ আজকের ঘটনায় আমার বাবাকে গুলি করে। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। এ বিষয়ে আরও জানতে আইন-শৃংখলা বাহিনীর একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।