সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: আগামী মাসের ২৫ তারিখ থেকে তিনটি আলাদা তারিখে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ২৫ এপ্রিল শুক্রবার বেলা ১১টায় বাণিজ্য বিভাগ (সি ইউনিট), ২ মে শুক্রবার বেলা ১১টায় মানবিক বিভাগ (বি ইউনিট) ও ৯ মে শুক্রবার বেলা ১১টায় বিজ্ঞান বিভাগের (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদনের সময় এখনো শেষ না হলেও চূড়ান্ত করা হয়েছে পরীক্ষার আসন বিন্যাস। এ বছর সিলেট বিভাগে গুচ্ছভর্তি পরীক্ষার জন্য একমাত্র কেন্দ্র হিসেবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (সুবিপ্রবি) নির্বাচন করা হয়েছে। সুনামগঞ্জ জেলার পৃথক পাঁচটি ভেন্যুতে গ্রহণ করা হবে এসব পরীক্ষা।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) সূত্রে জানা যায়, এবছর সুবিপ্রবি কেন্দ্রেটিই সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র। জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে সুনামগঞ্জ সরকারি কলেজে ১ হাজার, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজে ৮০০, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে ৭৫০, সুবিপ্রবির ক্যাম্পাস-১ (সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট) ৪০০ ও সুবিপ্রবির ক্যাম্পাস-২ (আব্দুল মজিদ কলেজে) ৪০০ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। ইতোমধ্যে সুবিপ্রবি প্রশাসন নির্বাচিত ভেন্যুগুলো পর্যবেক্ষণের কাজ শুরু করেছে।
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর ড. হারুনুর রশিদ বলেন, আমরা সিলেট বিভাগের একমাত্র কেন্দ্র হিসেবে জিএসটিভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গ্রহণ করবো, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত সোমবার পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রটি পরিদর্শন করেছি। আবেদনের তারিখ শেষ হয়নি। ৩ হাজার ৩৫০জন শিক্ষার্থীর পরীক্ষা নেবো আমরা। এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৫ বছর পরীক্ষা নিয়েছি, কোনো সমস্যা হয়নি, সেই অভিজ্ঞতা কাজে লাগাবো। আশা করছি সফলভাবেই পরীক্ষা নিতে পারবো।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।