আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুইটি সিএনজিচালিত অটোরিকশা গাড়ি পুড়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন গ্যারেজটির স্বত্বাধিকারী ইমন ভুঁইয়া।
মঙ্গলবার দিবাগত রাত ২টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় ইমন ভুঁইয়ার সিএনজি গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ ইমনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেয়া হয়েছে।
ইমন ভুঁইয়া জানান, বালিয়াপাড়া তার বাড়িতে একটি সিএনজি অটোরিক্সা গ্যারেজ স্থাপন করে। সেখানে ভাড়ার বিনিময়ে রাতের বেলায় গ্যারেজে বিভিন্ন মালিকের সিএনজি রেখে আসতো। মঙ্গলবার দিবাগত রাত ২টায় হঠাৎ গ্যারেজের এক পাশ থেকে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তার আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হলেও দুইটি সিএনজি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। তিনি এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে দুইটি সিএনজিসহ অগ্নিকান্ডের প্রায় দশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হবে।