ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল থেকে দুই মাস বয়সী সায়ান নামের এক শিশুকে চুরির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শিশুটির পরিবারের সদস্য ও স্থানীয় জনতা হাসপাতালের প্রধান ফটকের সামনে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় এ চুরির ঘটনা ঘটে। শিশুটির পরিবারের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হঠাৎ করেই তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির সন্ধান দাবিতে রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে। এক ঘণ্টাব্যাপী অবরোধ চলার পর সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
শিশুটির বাবা শিমুল ও মা হাসি বেগম জানান, তারা ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী মুন্সিরহাট এলাকার বাসিন্দা। তাদের সন্তান শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল, তাই রবিবার তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসার পর সোমবার সন্ধ্যায় হঠাৎ শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।ঘটনার পর হাসপাতালের চিকিৎসক ও নার্সরা শিশুটিকে খুঁজতে শুরু করেন। কিন্তু কোনো খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালের বাইরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় জনতাও শিশুটির সন্ধানের দাবিতে একত্রিত হন এবং হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন।
শিশু চুরির ঘটনায় হাসপাতালের প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম বলেন, "আমরা হাসপাতালের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি। চুরি যাওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।"
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার জানান, "শিশুটি উদ্ধারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পুলিশ ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে।"
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শিশুটির পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ও প্রশাসন এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে শিশু চুরির ঘটনায় দোষীদের অবিলম্বে গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ও দ্রুত শিশুটিকে উদ্ধার করার দাবিতে শহরে চৌরাস্তায় মানববন্ধন করে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ।