কুড়িগ্রাম প্রতিনিধি : মিথ্যা মামলায় লিবিয়া প্রবাসী ও তার পরিবারকে হয়রানীর প্রতিবাদে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলার রাজারহাট উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মলনে করে রাজারহাট উপজেলার ফুলবাড়ী উপনচৌকি গ্রামের লিবিয়া প্রবাসী মো: শফিউর রহমান।
শফিউর রহমান জানান, দীর্ঘ ১৮ বছর ধরে ছোট ভাইসহ লিবিয়ায় কর্মরত রয়েছেন তিনি। পরবর্তীতে নিজ গ্রামের সোহেল রানা, আতাউর রহমান ও মামুন মিয়াকে তাদের ইচ্ছায় লিবিয়া নিয়ে যান। তারা ৩ জন লিবিয়ায় ১৩ মাস কাজ করার পর বেশি বেতনের আশায় লিবিয়া থেকে অবৈধ ভাবে সমুদ্র পথে ইতালি যাত্রা করে। পথে জলদস্যুদের কবলে পড়লে জলদস্যুরা মুক্তিপন দাবি করেন। পরে জলদস্যুদের হাতে আটক তিন জনের পরিবার ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আবুনুর মো: আখতারুজ্জামানের চাপে ধার দেনা করে ১৫ লাখ টাকা দিয়ে ৩ জনকে উদ্ধার করেন প্রবাসী শফিউর রহমান। পরবর্তীতে এদের মধ্যে একজন লিবিয়ায় কর্মরত থাকলেও বাকী দুজন দেশে ফিরে আসেন। দেশে ফেরা দু’জনের মধ্যে সোহেল রানা চলতি বছরের ৬ জানুয়ারি রাজারহাট থানায় প্রবাসী দুই ভাইসহ পরিবারের অন্য সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করে। পরবর্তীতে তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে আদালতে পাঠায় পুলিশ। ফলে প্রবাসী শফিউর রহমানের ভাই শাহাজাহানকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে কোর্টে চালান দিলে ১০ দিন পর জামিনে বের হয় সে।
সংবাদ সম্মেলনে শফিউর রহমান ও শাহাজাহান জানান, বর্তমানে মামলাকারীর হামকী ধুমকীসহ পুলিশিহয়রানীতে
আতংকে দিন কাটছে তাদের। ফলে নিজের নিরাপত্তাসহ সুষ্ঠ তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনের আযোজন করে প্রবাসী পরিবারটি।
এসময় প্রবাসীর পরিবারের অন্যান্য সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদদিকগন উপস্থিত ছিলেন।