লালমোহন (ভোলা) সংবাদদাতা: ভোলার লালমোহনে চোরাই গরুসহ আন্তঃ জেলা চোর চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। ০৭ (মার্চ) সকালে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এব্যাপারে লালমোহন সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আক্তার জানান, গত ০২ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে লালমোহন থানাধীন চর কুচয়াখালী গ্রামের জাকির মাঝি ও তাহার অপর দুই আত্মীয়র গরুর খোয়ারে থাকা রাখালদের ভয়বীতি, হাত পা বেধে ও আহত করে খোয়ার হতে ১৬টি গরু নিয়ে যায় চোরচক্র।
পরে তারা ০৩/০৩/২০২৫ইং তারিখে লালমোহন থানায় মামলা দায়ের করলে লালমোহন থানা পুলিশের একটি অভিযানিক টিম অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল বাবুল আক্তারের নেতৃত্বে লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলামসহ অন্যান্য অফিসার ফোর্স বরিশাল শহরস্থ এবং পটুয়াখালী জেলার বাউফল থানাধীন মাঝেরচর এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সক্রিয় সদস্য নুরু গাজী (৪৫), জুয়েল মৃধা (৩০), মাইনুদ্দিন প্যাদা (৩০), আবুল হাশেম (৪০), আবু তাহের (৪৭) দের গ্রেফতার করে, তাহাদের স্বীকারোক্তি মোতাবেক মাঝেরচরস্থ সাহাবুদ্দিন মেম্বারের খোয়ার হতে চোর চক্রের সহযোগী সদস্য নিজাম (৪২), মাজাহারুল (৩৪), ইসমাত হোসেন (১৯), রেজাউল সরদার (৪৫), জাকির হাওলাদার (৫২) ও তোফাজ্জল ফরাজী (৫৫) কে গ্রেফতার এবং তাদের নিকট থেকে বাদীর এজাহারে বর্ণিত ৫টি গরু উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান আটককৃত সকলে আন্তঃ জেলা গরু চোর, ডাকাত, ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য।