আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি: অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই স্লোগানকে বুকে ধারণ করে পাবনার আটঘরিয়া উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
র্র্যালীটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিস মিনহাজুল ইসলাম।
শনিবার ৮ মার্চ সকাল ১১ উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা আটঘরিয়ার আয়োজনে এ সময বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারী, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহবুবা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী একরামুল বারী। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন হিসাব রক্ষক আব্দুল কাদের।
উক্ত আলোচনা সভায় প্রশিক্ষণ আহমেদ রুবেল, সিএস মাহমুদুল হক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।