মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে ইয়াবাসহ উপজেলা যুবলীগ সভাপতি, শ্রমিক লীগের সাবেক সভাপতি ও মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
অপারেশন ডেভিল হান্টের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম লোটাস সিকদার, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দীন, ১শত পিস ইয়াবাসহ ২ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১ জনসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ও চেকপোষ্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বৃহস্পতিবার রাত সন্ধ্যা থেকে রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে আওয়ামী যুবলীগের উপজেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম লোটাস সিকদার (৫০) কে কলেজ রোড এলাকা থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মজিদবাড়িয়া ইউনিয়নে সংগঠিত চাঁদাবাজি, ভাঙচুর ও মারামারি ঘটনার দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়। কপালভেড়া এলাকায় ‘ক্রয়-বিক্রয়ের জন্য মাদকের চালান আসছে’ এমন গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ শামসুল হক এর পুত্র তালিকাভুক্ত ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল (৩০) ও আরোহী উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মোঃ নিজাম উদ্দীন (৫০) কে আটক করা হয়।
এসময় রুবেলের দেহ তল্লাশী করে ৯০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এবং ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়। মাদক ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় ৫টি মাদক মামলা রয়েছে। দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে করিম মৃধার পুত্র চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মিরাজ মৃধা (২৮) কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক মিরাজ মৃধার নামে বরগুনা সদর, বেতাগী ও মির্জাগঞ্জ থানায় পৃথক ৩টি মাদক মামলা রয়েছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে পৃথক মামলা দায়েরের প্রস্ততি চলছে। এছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১জন আসামি মোঃ কাদের (৫০) কে ডোকলাখালী গ্রাম থেকে আটক করা হয়েছে।