এস এম আব্দুল্লাহ সউদ, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। জামিলা বেগম (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকাল ৩টার দিকে নিজ বাড়িতেই তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
নিহত জামিলা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করতেন, কখনো ঘর ছেড়ে বাইরে চলে যেতেন, কখনো আপনমনে কথা বলতেন। পরিবার তাকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দুপুরে সবাই যখন নিজেদের কাজে ব্যস্ত, তখনই ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। অনেকক্ষণ জামিলাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করেন। একপর্যায়ে নিজের কক্ষের দরজা বন্ধ পেয়ে সন্দেহ হয়। দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখতে পান, জামিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এই দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। মুহূর্তের মধ্যে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "এটি একটি মর্মান্তিক ঘটনা। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
জামিলা বেগমের মৃত্যু শুধু তার পরিবারের জন্য নয়, পুরো গ্রামের মানুষের জন্যই বেদনাদায়ক। দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতার সঙ্গে লড়াই করা এক নারীর করুণ পরিণতি যেন সমাজের কাছে একটি বার্তা—মানসিক স্বাস্থ্য সমস্যাগুলোকে অবহেলা করা উচিত নয়, সময়মতো সঠিক চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া প্রয়োজন।