খালিদ হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হারুন হাওলাদারের মালিকানাধীন মেসার্স হাওলাদার ব্রিকস এবং গৌড়িপাশা গ্রামের মেসার্স এস আর ব্রিকস নামের দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইটভাটা দুটির লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মেসার্স হাওলাদার ব্রিকসকে ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং এস আর ব্রিকসের মালিক সহ সংশ্লিষ্ট সবাই স্থানে না পাওয়ায় জরিমানা না করে ড্রাম চিমনী ধ্বংস করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটির উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক মো:আমিনুল হক, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং নলছিটি থানা পুলিশের একটি টিম।