কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া পৌরসভা এলাকায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে এক অটোচালক। তার নাম সোহেল সিকদার (৩৭)। বুধবার ভোরে কলপাড়া পৌর শহরের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সোহেল সিকদার পটুয়াখালী জেলার বদরপুর গ্রামের গনি সিকদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোহেল পৌর শহরে অটোবাইক চালিয়ে সংসার চালাতো। মঙ্গলবার রাতে স্ত্রীর সাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের কথাকাটাকাটি হয়। রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। নিহতের স্ত্রী সুমি বেগম সেহরি খাওয়ার জন্য ওঠে এবং পাশে স্বামীকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। তাকে না পেয়ে পাশের রুমে গেলে দেখতে পায় ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায়। স্ত্রীর চিৎকারের স্থানীয়রা এসে সোহেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিয়ত করে বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।